নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মনোহরদীতে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপির স্বেচ্ছাধীন তহবিলের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে শিল্পমন্ত্রীর গোতাশিয়ার বাগান বাড়িতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে স্বেচ্ছাধীন তহবিলের চেক বিতরণ করেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। এসময় মনোহরদী ও বেলাব উপজেলার ১৯১ জন ব্যক্তির মাঝে চার লক্ষ টাকা ও ২৩ টি প্রতিষ্ঠানের মাঝে ছয় লক্ষ টাকাসহ মোট দশ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রীর ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ ও মনোহরদী ও বেলাব উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেন, সরকার করোনাজনিত এই ক্রান্তিলগ্নে সবসময় প্রান্তিক জনগোষ্ঠীর পাশে রয়েছে। অসহায় মানুষের দুঃখ-দুর্দশার দূর করণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাদেরকে খাদ্য সহায়তার পাশাপাশি নগদ অর্থ ও প্রদান করা হয়েছে। ইতিমধ্যে মনোহরদী ও বেলাব উপজেলার অসহায় মানুষদের ঘরে ঘরে কয়েক দফায় খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। তাদের মাঝে নগদ অর্থ ও বিতরণ করা হয়। মানুষ যাতে ভালো ভাবে থাকতে পারে সেজন্য আমার ব্যক্তিগত তহবিলের টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয়েছে।
Leave a Reply