মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের সর্বলক্ষনা গ্রামে মরহুম হাজ্বী হাছেন আলী ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহ্যবাহী ব্যাডমিন্টন ফাইনাল খেলা ২০২০ শুক্রবার রাতে বাগেরহাট বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এই খেলা দেখার জন্য প্রচন্ড শীত উপেক্ষা করে সন্ধ্যা থেকেই মাঠে শতশত দর্শক উপস্থিত হতে থাকেন। গোতাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদির এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি’র কনিষ্ঠ ভ্রাতা, নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন। ফাইনাল খেলায় অংশ গ্রহণ করেন চুলা একাদশ ও তাতুয়াকান্দা একাদশ। পরে প্রধানঅতিথি খেলায় বিজয়ী চুলা যুব সমাজ একাদশের হাতে ২৪” এলইডি টেলিভিশন ও রানার্স আপ তাতুয়াকান্দা একাদশের হাতে ১৯” এলইডি টেলিভিশন তুলে দেন। খেলা পরিচালনায় ছিলেন খেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাকিল ও সদস্য সচিব ইঞ্জিঃসাইফুল ইসলাম রাজিব। সিনিয়র যুগ্ন-আহ্বায়ক নরসিংদী প্রেসিডেন্সি কলেজের প্রভাষক সাদিকুর রহমান (মাহফুজ) জানান, শুধু খেলা নয় মরহুম হাজী হাছেন আলী ফাউন্ডেশন এলাকার শিক্ষা,সংস্কৃতি,মানবকল্যাণ ও ছাত্রকল্যাণ সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজে জড়িত এবং এলাকার যুব সমাজকে একত্র করে ফাউন্ডেশনের আলোয় যুব সমাজকে মাদক মুক্ত ও সু-শিক্ষিক দক্ষ জনশক্তিতে রুপান্তরে কাজ করে যাচ্ছে।
Leave a Reply