নাজমিন সুলতানা তুলি, স্টাফ রিপোর্টার :
নরসিংদীর মনোহরদী পৌর নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত “মনোহরদী পৌরসভা মাদক বিরোধী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট -২০১৯ “এর ফাইনাল ম্যাচ ফ্লাড লাইটের মাধ্যমে সোমবার রাত ৯টায় মনোহরদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
এ রাতেও খেলায় দর্শকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়। শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সমাগম ঘটে খেলায়।
মনোহরদী পৌর নাগরিক কমিটির আহবায়ক ছাদেকুর রহমানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. মু ফজলুল হক।
খেলার উদ্বোধন করেন মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রহমান সুজন।
এছাড়াও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এলাকায় সবাই এ উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন।। রাত হলে ও দর্শক সংখ্যা ছিলো প্রায় দশ হাজর এবং খুব সুশৃঙ্খল ভাবেই তা সম্পন্ন হয়।।
Leave a Reply