মো: শাহাদাৎ হোসেন রাজু
নরসিংদীর মনোহরদীতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে মনোহরদী পৌরসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বেসরকারিভাবে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আমিনুর রশিদ (সুজন) নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় বারের মত মেয়র পদে বিজয়ী হয়েছেন।
নির্বাচনে মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মো: মাহমুদুল হক (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আবদুল মান্নান (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আলফাজ উদ্দিনের ভাতিজা ইমরান আহমেদ (মোবাইল ফোন) প্রতীক।
মনোহরদী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৭৯৮ জন, তাদের মধ্যে ১০ হাজার ২৫০ জন। যা নির্বাচনে ৭৪ শতকরা ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেছে । মোট ৯ টি ভোট কেন্দ্রের ৪০ টি ব্যুথে ভোট গ্রহণ করা হয়।
নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মোহাম্মদ আমিনুর রশিদ সুজন ৮৮৮২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী ধানের শীষ নিয়ে মো: মাহমুদুল হক পেয়েছে ৫৮৫ ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে হাত পাখা নিয়ে আবদুল মান্নান পান ৪০২ ভোট এবং মোবাইল ফোন প্রতীকে ইমরান আহমেদ ৩৭২ ভোট।
এছাড়া ৯ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে মোট ৩০ জন প্রার্থী এবং ৩ টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, যথাক্রমে ১নং ওয়ার্ডে- মোজাহেদ উদ্দিন (বাবুল), ২ নং ওয়ার্ডে মোঃ আকরাম হোসেন, ৩ নং ওয়ার্ডে- মোঃ তাজুল ইসালাম, ৪ নং ওয়ার্ডে কামাল হোসেন, ৫ নং ওয়ার্ডে- মোঃ জাকির হোসেন আকন্দ বাবুল, ৬ নং ওয়ার্ডে- মোঃ মাসুদ রানা, ৭ নং ওয়ার্ডে মোঃ হারুন অর রশিদ (মাঝি), ৮নং ওয়ার্ডে- মোঃ জুয়েল রানা, ৯ নং ওয়ার্ডে- আবু নাঈম মোঃ জাকারিয়া (টুটুল), সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে ডা. আকলিমা আক্তার, ৪,৫,৬ নং ওয়ার্ডে- মোসাঃ রীমি আক্তার এবং ৭,৮,৯ নং ওয়ার্ডে-সামছুন্নাহার সিরাজ বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
Leave a Reply