ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকা থেকে এক ভারতীয় নারীকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নারীর নাম দয়তন বিবি (৪৫)। তিনি ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার গৌরীপুর থানার ২ নম্বর মধু সুলমারি ইউনিয়নের নাইদুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম ময়নাল শেখ, মায়ের নাম মৃত সাবজান বিবি এবং স্বামীর নাম আব্দুর রাজ্জাক।
৩০ মে শুক্রবার রাত প্রায় সাড়ে ১০টার দিকে তাকে গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকা থেকে আটক করা হয়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দিদারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি বৈধ পাসপোর্ট বা কোনো ধরনের ট্রাভেল ডকুমেন্ট ছাড়াই বাংলাদেশে প্রবেশ করেছেন। তার বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা করা হয়েছে এবং ৩১ মে-২০২৫ ইং তারিখ রোজ শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে, ওই নারী শুক্রবার রাতে শহরের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করছিলেন এবং সন্দেহজনক আচরণ লক্ষ্য করে স্থানীয়রা তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে এবং পরে পুলিশে খবর দেয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে দয়তন বিবি জানান,“ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আমাকে জোর করে সীমান্ত পার করিয়ে রেখে যায়। আমি ভারতের গৌরীপুর থানার বাসিন্দা। কিন্তু সীমান্ত এলাকার কয়েকজন আমাকে ভুল করে বাংলাদেশের গৌরীপুরের পথ বলে দেয়,তাই আমি এখানে চলে আসি। বর্তমানে পুলিশ তার পরিচয় ও প্রবেশপথ সম্পর্কে আরও যাচাই-বাছাই করছে এবং প্রয়োজনীয় কূটনৈতিক প্রক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে।
Leave a Reply