1. mostafa0192@gmail.com : admin2024 :
  2. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন

ময়মনসিংহে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাঁজাসহ আটক ২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৪২ বার পঠিত

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে ১৪২ কেজি গাঁজা উদ্ধারসহ আটক হয়েছে দুইজন।

২ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলার বোকাইনগর ইউনিয়নের ত্রিশঘর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ গোয়েন্দা কার্যালয় ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মৃত চাঁন মিয়ার স্ত্রী আবেদা খাতুন (৫৪) এর বাড়িতে অভিযান চালিয়ে ৭টি বস্তায় ১৪২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ত্রিশঘর গ্রামের মোঃ দুলাল মিয়ার ছেলে মোকছেদুল (৩২)ও মোঃ আবুল কালাম ফকিরের ছেলে শরীফ (২৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাউছারুল হাসান রনি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়েকদিন যাবত শুনতে ছিলাম একটি বড় ধরনের চালান আসবে।অনেক দিন যাবত তার উপর নাজরদারি ছিলো এবং আমাদের লোকজনদের দিয়ে জাল পেতে রেখে ছিলাম। সেই গোপন খবর পেয়ে আমাদের টীম নিয়ে এলাকায় অবস্থান নেই। আমাদের উপস্থিতি টের পেয়ে সটকে যাওয়ার চেষ্টা করেলে আমরা ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করতে পেরেছি। বাড়ির মালিক আবেদা আমাদের উপস্থিতি টের পেয়ে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যায়। পরে আমরা তার বসতঘরে ও রান্নাঘরে অভিযান চালিয়ে ৭টি বস্তায় ১৪২ কেজি গাঁজা উদ্ধার করেছি। মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী মিলে এই অভিযান পরিচালনা করেছি। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

অভিযানটি পরিচালনা করেন গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর নাঈম ও মেজর রোবাইয়াতের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টীম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মাযহারুল আনোয়ার বলেন, সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মাদক উদ্ধার করা হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে।আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host