ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রোহিঙ্গা পিতা-পুত্রকে ৯ হাজার ৮৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
রবিবার রাতে ময়মনসিংহের শম্ভুগঞ্জ রঘুরামপুর এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনির তত্ত্বাবধানে শম্ভুগঞ্জ রঘুরামপুর এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে চট্টগ্রাম হতে নেত্রকোনাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে মাদক ব্যবসায়ী ফরিদ আলম ও তার পূত্র নুর মোহাম্মদকে গ্রেফতার করে। পরিচয়ে তারা পিতাপুত্র কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তাদের কাছ থেকে ৯ হাজার ৮৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন।
Leave a Reply