রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় শতদল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মরহুম খন্দকার জহিরুল হক হান্নানের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তুলাতলী ঈদগাহ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মরহুম জহিরুল হক ২০১২ সাল থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এ ফিল্ড অফিসার এবং শতদল স্পোর্টিং ক্লাবের অন্যতম সদস্য ছিলেন।
মো. শফিকুল ইসলাম শফিক এর সভাপতিত্বে ও মো. শামীম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুম খন্দকার জহিরুল হক (হান্নান) এর পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার শাহ আলম মজনু, বিশিষ্ট ব্যবসায়ি সমাজ সেবক কাজী আসাদুর রহমান মিলন, ক্লাবের আজীবন সদস্য কাজী শফিকুর রহমান হারুন, শতদল স্পোর্টিং ক্লাবের প্রেসেডিয়াম সদস্য এসআই জয়নাল আবেদীন মাসুদ, বিশিষ্ট ঔষধ ব্যবসায়ি শিক্ষানুরাগী রুবেল মিয়া, শতদল স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি মাহমুদুল আলম তুহিন, তুলাতলী কেন্দ্রী জামে মসজিদের ইমাম মাওলানা ওবায়দুল হক আপন, সমাজ সেবক কাজী কফিল উদ্দিন, শতদল স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দ, বন্ধু মহলের সদস্যগণ সহ এলাকার গণ্যমান্য লোকজন।
বক্তাদের আলোচনায় তার সমাজের প্রতি দায়িত্বশীলতা, খেলাধুলা, শিক্ষা, শৃঙ্খলা সুষ্ঠু সমাজ গঠনে তার বিভিন্ন উদ্যোগের কথা তুলেধরেন।
Leave a Reply