বিনা আক্তার, স্টাফ রিপোর্টার:
মহান স্বাধিনতা ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে নরসিংদীর রায়পুরার দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।
শনিবার সকালে বিদ্যালয় চত্বরে আলোচনা সভায় প্রতিষ্ঠানের সভাপতি ও আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন।
অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভুইয়া।
এসময় বিশেষ অতিথি ছিলেন মরজাল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সানজিদা সুলতানা, মহেষপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা আওয়ামীলীগের কার্যকরি সদস্য ও চান্দেরকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম মিঠু, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম করিম, দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অধ্যক্ষ কাজল ভুইয়া প্রমূখ।
আলোচনা সভা শেষে বিকালে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা দেশাত্ববোধক গান পরিবেশন করেন।
Leave a Reply