যুক্তরাজ্যে বাড়ির মালিক হতে কে না চায়। এজন্য প্রায় দুই কোটি টাকা খরচ করতে হয়। দেশটিতে প্রতিটি বাড়ির গড় মূল্য ২ লাখ ৩৪ হাজার পাউন্ড। ক্ষেত্র বিশেষে কোথাও কোথাও কমেও কেনা যায়।
কিছু এলাকা রয়েছে যেখানে বাড়ির দাম কম। ক্রিসমার্চ উপলক্ষে ওইসব এলাকায় মাত্র ১০ হাজার পাউন্ড বা ১০ লাখ টাকায় তিন রুমের বাড়ির কেনার সুযোগ দেয়া হয়েছে।
ডেইলি মিরর জানায়, যুক্তরাজ্যের পূর্ব মিডল্যান্ড ডার্বিশায়ার এলাকায় কিছু বাড়ি কঠিন শর্তে নিলামে বিক্রি করার উদ্যোগ নেয়া হয়েছে। বাড়িগুলোর গড় মূল্য ধরা হয়েছে ১০ হাজার পাউন্ড। মূলত বাড়িগুলোর যত্ন নেয়াই হবে এর মালিকের প্রধান কাজ। তবে চাইলে অনুমতি নিয়ে বর্তমান বাড়ি ভেঙে নতুন করে নির্মাণ করে নেয়া যাবে।
বাড়িগুলো বিক্রির দায়িত্বে রয়েছে নিলাম প্রতিষ্ঠান ‘বন্ড ওল্ফ অকশন’। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রিক্রেতারা শর্ত, বাড়িগুলো যারা কিনবেন তাদের কঠিন শর্ত পালন করতে হবে।
বন্ড ওল্ফ অকশনের প্রধান নির্বাহী গুরপ্রেট বাছি বলেন, বাড়িগুলো যারা কিনবেন তাদের অবশ্যই তাদের অতিরিক্ত যত্ন নিতে হবে। তবে অনুমতি নিয়ে বাড়ি পুননির্মাণ করা যাবে।
Leave a Reply