নরসিংদী প্রতিনিধি:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০ বছর পূর্তি উপলক্ষে নরসিংদীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. মাহবুব উল করীমের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র্যালী জেলা সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) ড. এটি এম মাহবুব উল করীম। এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী আশরাফুল ইসলাম, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: মো: সৈয়দ আমিরুল হক শামীম, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, ও প্রফেসর গোলাম মোস্তাফা মিয়াসহ আরো অনেকে।
Leave a Reply