মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
মাধবদীর পাঁচদোনা বাজার এলাকা থেকে লামিয়া আক্তার সুমা(৩০) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে মাধবদী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল সাড়ে দশটার দিকে পাঁচদোনা বাজারের হাজী বিল্লালের বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে মাধবদী থানা পুলিশ।
পুলিশ জানায় সকাল ৯টার দিকে ঘরের ভিতর মহিলার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। এসময় ঘটনাস্থল পরিদর্শক করেন নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম। নিহত লামিয়া আক্তার সুমা(৩০) পাঁচদোনা বাজারে হাজী বিল্লালের বাড়ির ভাড়াটিয়া। সে দীর্ঘ ১বছর যাবত স্বামী সন্তান নিয়ে এখানে বসবাস করছে। স্বামী আকিরুদ জামান স্থানীয় ক্রোমা টেক্সটাইলে চাকরি করেন।
নিহতের স্বামী জানান, লামিয়া দীর্ঘ ৫বছর যাবত মানসিক ভাবে অসুস্থ ছিল। আজ সকালে আমি যখন অফিসে যাই তখনও সে সুস্থ ছিল। আমি সাথে করে আমার দুই ছেলেকে নাস্তা কিনে দেওয়ার জন্য দোকানে নিয়ে যাই। সেখান থেকে ফিরে আমার ছেলে দেখতে পায় ঘরের দরজা দেওয়া। অনেক ডাকাডাকির পর যখন দরজা খুলছে না তখন এলাকাবাসীদের সহযোগিতায় জানালা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে লামিয়া রক্তাক্ত জখম অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে। তখন আমাকে অফিসে খবর দিলে আমি বাসায় চলে আসি এবং লাশ দেখতে পাই।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জোনাকী টেলিভিশনকে জানান, হত্যা না আত্মহত্যা এখনো জানা যায়নি। রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
Leave a Reply