মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে এক তরুনীর বস্তা বন্দী লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার মাধবদী থানাধীন নুরালাপুর বাজার সংলগ্ন রিফাত টেক্সটাইল মিলের পাশে থেকে বস্তবন্দী এ লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নুরালাপুর বাজার সংলগ্ন রিফাত টেক্সটাইল মিলের পাশে বস্তাবন্দী একটি মরদেহ পড়ে আছে এলাকাবাসীর এ খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।উদ্ধারকৃত মরদেহের বয়স ২৮ থেকে ৩০ বছর হতে পারে বলে পুলিশ জানায়।
তাদের ধারণা ২/৩দিন আগে পরিকল্পিতভাবে ওই তরুনীকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে বস্তাবন্দী করে এখানে ফেলে যাওয়া হয়। নিহতের পরনে লাল প্রিন্টের থ্রীপিস ছিল। পরে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি পঁচে গলে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় কেউ তার পরিচয় নিশ্চিত করতে পারেনি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।
Leave a Reply