মনিরুজ্জামান মাধবদী প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়তে পুলিশের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৫ নভেম্বর) বিকেলে মাধবদীর কাঠালিয়া ইউনিয়নের খড়িয়া বাজার বালুর মাঠে মাধবদী থানা পুলিশের ৮নং বিট ইনচার্জ এসআই আব্দুর রাজ্জাকের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
কাঠালিয়া ইউপি সদস্য জসিম উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) সৈয়দুজ্জামান, পরিদর্শক (তদন্ত) তানভির আহমেদ, উপরিদর্শক (এসআই) বেলাল আহমেদ, কাঠালিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গির ভুইয়াসহ এলাকার রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ।
এসময় সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, নারী নির্যাতন বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়াসহ সকল ধরনের অপরাধ রুখতে সবাই ঐক্যবদ্ধ হয়ে পুলিশ কে সহযোগিতা করার জন্য ওসি সৈয়দুজ্জামান আহ্বান জানান।
অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে করোনা রোধে সকলের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
Leave a Reply