মনিরুজ্জামান মনির, মাধবদী (নরসিংদী):
নরসিংদী পৌরসভার সাবেক মেয়র জনবন্ধু লোকমান হোসেনের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাধবদীতে স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৩ টায় মাধবদী বাজার হোটেল পট্টিতে লোকমান সংগ্রাম পরিষদ, মাধবদী থানা শাখার আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
লোকমান সংগ্রাম পরিষদ মাধবদী শাখার আহ্বায়ক ও নরসিংদী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি, নরসিংদীর মানবিক মেয়র ও প্রয়াত লোকমান হোসেন’র ছোটভাই আলহাজ্ব কামরুজ্জামান কামরুল।
এসময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ তাঁতীলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব শওকত আলী ইঞ্জিনিয়ার, নরসিংদী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জি এম তালেব হোসেন, নরসিংদী সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মাধবদী পৌরসভা ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাকারিয়া, শিলমান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আঃ বারেক, মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, নরসিংদী সদর উপজেলা তাতীলীগের আহ্বায়ক শাহিনুর মিয়া, খাইরুল ইসলাম খাঁন প্রমুখ।
এসময় নরসিংদী শহর আওয়ামী সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, মাধবদী শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনুজির আহমেদ, মাধবদী শহর ছাত্রলীগের সভাপতি আলিফ আহমেদসহ নরসিংদী জেলা, উপজেলা, মাধবদী থানা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা নরসিংদী সদরের বর্তমান সাংসদের আশ্রয়-প্রশ্রয়ে দীর্ঘ নয় বৎসর অতিবাহিত হলেও জনন্দিত প্রয়াত মেয়র লোকমান হোসেনের হত্যাকারীদের বিচার না হওয়ায় সাংসদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে লোকমান হোসেনের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
Leave a Reply