নিজস্ব প্রতিনিধি:
নরসিংদীর মাধবদী থেকে ১৫০ পিস ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা।
শুক্রবার (১৫ মে ) ৫ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা, নরসিংদীর এসআই তাপস কান্তি রায় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে মাধবদী থানাধীন টাটাপারা এলাকা হতে শীর্ষ মাদক ব্যবসায়ী মাতবর আলী প্রধানের ছেলে মাছুম প্রধান (২৫)কে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।
পুলিশ জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য – ৪৫,০০০ টাকা। আসামী ভয়ানক করোনা ভাইরাস মহামারী উপেক্ষা করে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাধবদী থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
Leave a Reply