নিজস্ব প্রতিনিধি:
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি। এ স্লোগানে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়তে জনসচেতনতা মূলক উঠান বৈঠক গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার চরদিঘলদী ইউনিয়নের দোয়ানী বাজার সংলগ্ন চরদিঘলদী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয় ।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন) ইনামুল হক সাগর।
মাধবদী থানার অফিসার্স ইনচার্জ মোঃ সৈয়দুজ্জামানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপন কুমার সরকার (পিপিএম), মাধবদী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ তানভীর আহাম্মেদ, চরদিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান আবুল মুনসুর সরকার, সাবেক চেয়ারম্যান মোঃ খোকন সরকার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী আবদুল ছালাম, সাধারন সম্পাদক শওকত আলী প্রধান, সমাজ সেবক ইউনুছ মিয়া, সাদেকুর রহমান ,কালাই ভুইয়া, মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহিন।
অনু্ষ্ঠান পরিচালনা করেন মাধবদী থানার এস, আই দিদারুল আলম। অনু্ষ্ঠানের শুরুতেই অতিথিদের সবাই কে ফুল দিয়ে বরন করা হয়।
Leave a Reply