নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী সরকারী কলেজের ৯১’ এইচএসসি ব্যাচের আহবায়ক মাধবদী পৌর মেয়র মোশাররফ হোসেন প্রধান (মানিক) ব্যাচের সকল বন্ধুদের জন্য মিলন মেলার আয়োজন করেছে।
আগামী ৩১ অক্টোবর নরসিংদীর মাধবদীস্থ হ্যারিটেজ রির্সোটে ব্যাচের বন্ধুদের উপস্থিতির মধ্য দিয়ে এই মিলন মেলা বসবে।
ব্যাচের অপর সদস্য সাঈদ হাসান কাজল জানায়, ওইদিন আমরা নরসিংদী সরকারী কলেজের, ৯১ এইচএসসি ব্যাচের বন্ধুরা সারাদিন আনন্দ আড্ডায় মেতে থাকবো।
মাধবদী পৌর মেয়র ও আমাদের ব্যাচের আহবায়ক মোশাররফ হোসেন প্রধান মানিকের এ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। তার এ চিন্তা-ধারা সত্যিই প্রসংশনীয়। মিলন মেলার বিষয়ে মাধবদী পৌর মেয়র মোশারফ হোসেন প্রধান মানিক জোনাকী টেলিভিশনকে বলেন সারাদিনই আমরা কর্ম ব্যস্ততার মাঝে অতিবাহিত করি। সবাই যার যার কাজে ব্যস্ত থাকি। এর থেকে বের হয়ে এসে পুরোন বন্ধুদের সাথে চা কিংবা কফি আড্ডায় বসে গল্প করার লক্ষ্যে নরসিংদী সরকারী কলেজ ৯১’ এইচএসসি ব্যাচ গঠন করা হয়েছে। চা কিংবা কফি আড্ডায় মুষ্টিমেয় কয়েকজন বন্ধুর সাথে দেখা বা কথাবার্তা হলেও দেখা মেলেনা অনেক পুরোন বন্ধুদের সাথে। চলার পথে পুরোন বন্ধুদের সাথে দেখা হলে মনের মাঝে একটা ভাল লাগা কাজ করে। সেই ভাল লাগার অনুভুতি থেকে সারাদিন পুরোন বন্ধুদের সাথে আনন্দ আড্ডায় মেতে থাকতে আমার এ আয়োজন। ৩১ অক্টোবর হ্যারিটেজ রির্সোটে সকল পুরোন বন্ধুদের মিলন মেলায় বন্ধুরা মিলে গান-বাজনা, কবিতা-ছড়া আর গল্প গুজবে মেতে উঠবো। আমি মনে করি কিছু ক্ষণের জন্য হলেও আমরা সেই অতীতের সুন্দর সময়ে ফিরে যেতে পারবো। আমি মোশাররফ হোসেন প্রধান (মানিক) আন্তরিকতার সহিত সকল বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি।।
GOOD JOB