শামিমা নাসরিন লিপা, নিজস্ব প্রতিবেদক:
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ।
শনিবার বিকালে (০২রা অক্টোবর ২১) রাজধানীর তোপখানাস্থ্য শিশু কল্যাণ পরিষদ ভবনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে কেক কেটে উৎসব মুখর পরিবেশে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়। কেক কাটার পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোঃ মোজাম্মেল হক’র সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ খোরশেদ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা এস এম তারেক খান, কার্যকরি সভাপতি মো. তাজুল ইসলাম কাজল, সহ-সভাপতি কবির আহমেদ সরকার, যগ্ম মহাসচিব নূরুল ইসলাম, ফজলুল কাদের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নওরিন লিন্ডা, দপ্তর সম্পাদক মো. আজিজ মিয়া, ক্রীড়া সম্পাদক শাহ আবদুর রহমান, আইসিটি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফারাবী খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোস্তফা খান প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন মহিলা নেত্রী শামীমা নাসরিন লিপা, শাহীস সুলতানা, নাহারীন আলী প্রমূখ।
Leave a Reply