নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসের প্রকোপে সৃষ্ট দূর্যোগ মোকাবেলায় একটানা নিরলসভাবে কাজ করে যাচ্ছে জনপ্রিয় সংগীত শিল্পী মৌসুমী আক্তার সালমার “সাফিয়া ফাউন্ডেশন”। ঢাকা, কুষ্টিয়ার পর এবার ময়মনসিংহের তিনশত দুস্থ, অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে মানবতার ফেরিওয়ালা “সাফিয়া ফাউন্ডেশন”। সাফিয়া ফাউন্ডেশনের সাথে যৌথভাবে কাজ করতে যোগ দিয়েছেন “বিটস” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সেবামূলক প্রতিষ্ঠানটি ইতিপূর্বে কয়েক দফায় ঢাকা শহরের বিভিন্ন এলাকায় শিশু খাদ্য সহ খাদ্য সামগ্রী বিতরণ করেন এবং দেশব্যাপি চলমান লকডাউন উপক্ষো করে জিবনের ঝুকি নিয়ে কুষ্টিয়া অঞ্চলের তারাগুনিয়া, দৌলতপুরের দুই শতাধিক নিম্মবিত্ত মানুষের মাঝে চাল, ডাল সহ প্রয়োজনী খাদ্য সামগ্রী বিতরণ করে সেবামূলক প্রতিষ্ঠানটি। এরই মধ্যে ২৭ এপ্রিল সোমবার ময়মনসিংহের হালুয়াঘাটের ৪নং সদর, ৩নং কৈচাপুর, ২নং জুগলী ইউনিয়ন সহ বিভিন্ন স্থানে দুস্থ, অসহায় ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে “সাফিয়া ফাউন্ডেশন”।
সালমা জোনাকী টিভিকে বলেন, করোনা ভাইরাসের চলমান দূর্যোগ মোকাবেলায় বিরতিহীনভাবে কাজ করে যাচ্ছে সাফিয়া ফাউন্ডেশন। সামনে আরও সাহায্যের হাত বাড়াবে সংস্থাটি। আজকের কাজে সংস্থাটির সাথে যৌথভাবে কাজ করেছে BITS, বিটস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে সাফিয়া ফাউন্ডেশন।
Leave a Reply