নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসের সংক্রমণের শুরু থেকেই দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে জনপ্রিয় সংগীত শিল্পী মৌসুমী আক্তার সালমার ‘সাফিয়া ফাউন্ডেশন।’ এবার ঈদ উপহার বিতরণের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিল রংধনু গ্রুপ। প্রথমবারের মতো সালমার হাতে গড়া মানবতার ফেরিওয়ালা ‘সাফিয়া ফাউন্ডেশন’টির পাশে দাঁড়ালো কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান।
সালমা বলেন, এর আগে অনেক ভলান্টিয়ার সংগঠন আমাদেরকে ত্রাণ বিতরণ থেকে অনেক কিছুতেই সহায়তা করেছে। তবে এবার প্রথমবারের মতো আমরা রংধনু গ্রুপের মতো একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিকট হতে আর্থিক সহায়তা পেয়েছি। যা আমাদের চেষ্টাকে গতিশীল করেছে।
সালমা আরো বলেন, আমরা ঢাকায় ত্রাণ বিতরণ করেছি বিভিন্ন ধাপে, বিভিন্ন জায়গায়। তবে এবার আমরা ময়মনসিংহে ঈদ উপহার বিতরণ করবো। সোমবার যেহেতু ঈদ তাই আজ সন্ধ্যার মধ্যেই আমরা উপহার বিতরণ করবো। আমরা ঢাকা থেকেই সবকিছু কিনে এনেছি। এখানে ভলান্টিয়ার সংকট নেই। আশা করি এবারের ঈদে বেশকিছু মানুষের মুখে হাসি ফোঁটাতে পারবো।
Leave a Reply