নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক অসহায় পরিবারের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে,ছিনতাই ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে ৷ উপজেলার ১২ নং কাঁশোপাড়া ইউনিয়নের তুলশীরাম পুর গ্রামে এঘটনাটি ঘটে ৷ এ ঘটনায় শিল্পী খাতুন (৫০) বাদি হয়ে মান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন৷
অভিযোগ সূত্রে জানা যায়,গতকাল সোমবার (২ আগস্ট) দুপুর ১.০০টার দিকে প্রতিপক্ষ সিদ্দিকুর রহমানের ছেলে পলাশ (২৫)সহ অজ্ঞাত ৮/৯ জন ভাড়াটিয়া লোকজন লাঠিসোটা নিয়ে এসে মোজাফফর হোসেনের বাড়িতে অতর্কিত ভাবে হামলা চালিয়ে মোজাফফর হোসেনকে গুরুতর জখম করে এবং তার স্ত্রী শিল্পী খাতুন ও মেয়ে রেহেনা বেগম কে শ্লীলতাহানি করে বাড়িঘর ভাঙচুর সহ জোরপূর্বক বাড়িতে থাকা নগদ ৮০ হাজার টাকা লুট করে নিয়ে যায় ৷ হামলায় মোজাফফর হোসেন গুরুতর জখম হয় এবং শিল্পী খাতুন জ্ঞান হারিয়ে ফেললে আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোজাফফর হোসেন তার সাফ কবলা কৃত জমিতে বসত বাড়ি তৈরি করে বসবাস করে আসছিল ৷ গত কয়েক মাস যাবৎ সিদ্দিকুর রহমানের ছেলে পলাশ এ জমি তাদের জমি বলে দাবি করে আসছিল৷ ঘটনার দিন পলাশ সহ অজ্ঞাত ৮/৯ জন মিলে মোজাফফরের বাড়িতে ঢুকে গালিগালাজ শুরু করে ৷ মোজাফফর প্রতিবাদ করায় তার উপর এলোপাতাড়িভাবে মারধর শুরু করে৷ এসময় তার স্ত্রী ও মেয়ে তাদেরকে বাধা দিতে আসলে তাদের পরনের কাপড় টেনে তা ছিড়ে শ্লীলতাহানি ঘটায় ৷
এ বিষয়ে মান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply