ডেস্ক রির্পোট
চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় মো: জহির (৪০) ও লুৎফুর রহমান (৪২) নামে দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চরারকুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বন্ধু ফাউন্ডেশনের বন্ধু চুলা প্রকল্পের মিরসরাই এরিয়ার ম্যানেজার মো: জহির (৪০)। তিনি মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। অপর জনের নাম লুৎফুর রহমান (৪২)। তার বাড়ি উপজেলার সাহেরখালী ইউনিয়নে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকামুখী মোটরসাইকেলকে পিছন দিক থেকে একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই তাদের প্রাণহানী ঘটে।
কুমিরা হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক মো: রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করে মিরসরাই থানায় নেওয়া হয়েছে।
জোনাকী টেলিভিশন/এসএইচআর/১৬-০৬-২০ইং
Leave a Reply