তোফায়েল হোসেন, গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ
মেহেরপুর-কুষ্টিয়া পাকা সড়কের চোখতোলা ও জোড়পুকুরিয়া গ্রামের মাঝামাঝি পাকা সড়কটির বেহালদশা লক্ষ্য করা গেছে। সড়কটির উপর মাত্র কয়েক মিটার খানাখন্দে ভরে যাওয়ার কারণে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে সড়কটিতে প্রায়শই ঘটে থাকে সড়ক দুর্ঘটনা। অথচ এই সড়কটি মেহেরপুর জেলাবাসীর রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাথে যোগাযোগের প্রধান সড়ক। প্রতিদিন এই সড়কটির উপর দিয়েই হাজার হাজার যানবাহন চলাচল করে থাকে। কিন্তু সড়কটি মাসের পর মাস বছরের পর বছর জুড়ে খানাখন্দ হয়ে রয়েছে।
মটর শ্রমিক ইউনিয়ন গাংনী শাখার লাইন সম্পাদক ও শ্যামলী পরিবহনের চালক আব্দুল মালেক জানান, চোখতোলা থেকে জোড়পুকুরিয়া গ্রামের মাঝামাঝি পাকা সড়কটির বেহাল দশার কারণে যেকোনো সময় ঘটতে পারে প্রাণনাশের মতো ঘটনা। যেসকল চালকদের এই সড়কটির সম্পর্কে সম্পর্কে ধারনা নাই তাদের দ্বারাই এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। সড়কটিতে খানাখন্দের কারণে পাশাপাশি দুইটি গাড়ি সাইড দেওয়া খুবই কষ্টসাধ্য হয়ে পড়েছে। ফলে সড়কটিতে ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। ফাঁকা মাঠের মধ্যে সড়কের অবস্থান হওয়ায় সন্ধ্যার পর ওই স্থানে ছিনতাইয়ের মত অপরাধমূলক ঘটনা ঘটারও আশঙ্কা থেকে যায়। মাত্র কয়েক মিটার সড়কের এই অবস্থা আসন্ন বর্ষা মৌসুমের পূর্বে সংস্কার না করা হলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে ধারণা করেছেন ওই এলাকায় নিয়মিত যাতায়াতকারী চালকগণ।
Leave a Reply