এ এইচ আবিল, শিবপুর
সম্প্রতি দেশের ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।তদ্মধ্যে কৃষিমন্ত্রীর একান্ত সচিব ড.মনসুর আলম খান টিটুকে পদোন্নতি দিয়ে মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ দেয়া হয়েছে। ড.মনসুর আলম খান টিটু নরসিংদীর শিবপুরের সন্তান।শিবপুরের এই কৃতি সন্তান মেহেরপুর জেলা প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় শিবপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও ফুলেল সম্মাননা জানানো হয়।
ড.মনসুর আলম খান টিটুকে মেহেরপুর জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার বুঝে নিয়ে শুক্রবার (৩ জুলাই) শিবপুর উপজেলার মজলিশপুর গ্রামে তার নিজ বাড়ীতে এসে পিতার কবর জিয়ারত করে। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশীদ খান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভুইয়া রাখিল তার বাড়িতে উপস্থিত হয়ে তাকে ফুল দিয়ে বরণ করেন এবং শুভেচ্ছা ও সম্মাননা জানান। এছাড়াও ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলে রাব্বি খান ও নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখারউদ্দিন খান নিপুন এবং ছোট ভাই নিপু খান।
উল্লেখ্য গত ২ জুলাই জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত (রাষ্ট্রপতির প্রজ্ঞাপন জারিকৃত ) ড, মনসুর আলম খানকে মেহেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট হিসেবে পদায়ন করেন । এর পূর্বে তিনি কৃষিন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ।
জোনাকী টেলিভিশন/এসএইচআর/৪ জুলাই ২০২০ইং
Leave a Reply