ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে ৩২ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফুলপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী মোছাঃ ফাতেমা বেগম (৩৮) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার ১৪ নং আলকরা ইউনিয়নের গোলাইকরা গ্রামের বলে জানা গেছে। সে কামাল হোসেনের স্ত্রী বলে জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চট্টগ্রাম হতে শেরপুর গামী শামীম এন্টারপ্রাইজ নামক বাসে করে এক মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে আসছেন। পরে ফুলপুর বাস স্ট্যান্ডে কয়েক ঘণ্টা অপেক্ষা করার পর সকাল প্রায় সাড়ে ৮টায় ওই বাসে তল্লাশি অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজা সহ গাঁজা ব্যবসায়ী মোছাঃ ফাতেমা বেগমকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য হবে চার লক্ষ টাকা।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, ৩২ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোছাঃ ফাতেমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে। ২২শে জুন বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
Leave a Reply