মো. মোস্তফা খান, নিজস্ব প্রতিবেদক:
এই সরকার তো এসেছেই সংস্কার করার জন্য। যারা এ পরিবর্তন এনেছে তারাই কিন্তু সংস্কার চেয়েছে। তাদের চাওয়ার গুরুত্ব যথেষ্ট বেশি, কারন তারা আত্মত্যাগ করেছে। আমি ও আরো অনেকে সে কাজটি করিনি। সময়ের কিছু মানুষ থাকে, মুক্তিযুদ্ধের সময় একটা জেনারেশন ছিল যারা যুদ্ধ করেছে। তেমনি এই সময়ে ছাত্র এবং একেবারে ছাত্র-ছাত্রী ইয়াং জেনারেশন তাদের সময় ছিল এটা। তাদের যে প্রত্যাশা সেগুলো যথাসম্ভব পুরনের চেষ্ঠা করতে হবে।
শনিবার সকালে (১৪ ডিসেম্বর) নরসিংদীর রায়পুরা ও বেলাবো উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথক পৃথক সময়ে উপজেলার সকল কর্মকর্তা, বীর মুক্তিযুদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় রায়পুরায় এসব কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
রায়পুরা উপজেলার চরাঞ্চলের দীর্ঘদিনের টেটাযুদ্ধ নিয়ে তিনি বলেন, এটা বন্ধ করা শুধু আইনশৃঙ্খলা বাহীনির সদস্যদের একার পক্ষে সম্ভব না। সামাজিক ভাবেই দেখতে হবে। যারা সমাজ বিরোধী কার্যক্রম করে তারা যেন সমাজের ভালো অবস্থানে না আসতে পারে সেগুলো সমাজকেই দেখতে হবে।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষনা কাউন্সিলের চেয়ারম্যান (সিনিয়র সচিব) মো. ওয়াহিদ হোসেন, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল হান্নান, রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা খান নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, রায়পুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, জামায়াতে ইসলামী রায়পুরা শাখার আমির মাওলানা জাহাঙ্গীর আলম প্রমূখ।
এর আগে একই দিন সকালে বেলাবো উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এসময় বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সেতু বিভাগের সাবেক সচিব মোঃ জাহিদ হোসেন, এমআরডিআই-এর অ্যাডভাইজার মোঃ সাহিদ হোসেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি, বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক এয়ার কমোডর মোঃ খালিদ হোসেন, সহকারী পুলিশ সুপার (বেলাব-রায়পুরা) সার্কেল আফসান আল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হোসেনসহ কর্মকর্তা, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশিল সমাজ, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনি পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং রায়পুরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।
Leave a Reply