চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম অঘটনের শিকার হয়েছে পাকিস্তান। শক্তির বিচারে পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে হেরেছে বাবর আজমের দল। এমন হারের পর বোলারদের দুষছেন পাক অধিনায়ক।
বৃহস্পতিবার (৫ জুন) টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ৩ উইকেট হারিয়ে ঠিক ১৫৯ রানই তুলে যুক্তরাষ্ট্র। এরপর খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে ১৮ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ১৩ তুললে সক্ষম হয় পাকিস্তান। ফলে সুপার ওভারে জয় পায় স্বাগতিকরা।
তবে ১৫৯ রান ডিফেন্ড করা উচিত ছিল মনে করেন বাবর। ম্যাচ শেষে পাক অধিনায়ক বলেন, ‘দ্বিতীয় ইনিংসেও আমরা সাহায্য পেয়েছি। কিন্তু বোলিংয়ের দৃষ্টিকোণ থেকে আমরা মানসম্পন্ন ছিলাম না। প্রথম ১০ ওভারে এটার ঘাটতি ছিল। আমরা তারপর ফিরে এলেও ওরা তার আগেই মোমেন্টাম পেয়েছে। তবে আমাদের বোলিং বিচারে (রানের) পুঁজিটা ডিফেন্ড করা উচিত ছিল। এই পিচে আমাদের বোলিং বিচারে এটা ডিফেন্ড করার মতোই পুঁজি ছিল।’
বাবর আরও বলেন, ‘বোলিংয়ে আমরা এর চেয়ে ভালো। প্রথম ৬ ওভারে আমরা উইকেট নিতে পারিনি। মাঝের ওভারগুলোয় স্পিনারেরা উইকেট নিতে না পারলে চাপে পড়তেই হবে। ১০ ওভার পর আমরা ম্যাচে ফিরলেও সুপার ওভারে ওরা ম্যাচটা যেভাবে শেষ করেছে তাতে কৃতিত্বটা যুক্তরাষ্ট্রেরই।’
সূত্র: ইত্তেফাক
Leave a Reply