নিজস্ব প্রতিবেদক
রবিবার (৩১ মে) প্রকাশিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এবারও ফলাফল দেয়া হবে ডিজিটাল মাধ্যমে। রবিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল প্রকাশ করবেন। এরপর, বেলা ১২টায় শিক্ষামন্ত্রী ফেইসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এবছর দু’টি উপায়ে ঘরে বসেই এসএসসির ফলাফল পাওয়া যাবে। বোর্ডের ওয়েবসাইটে গেলে শিক্ষার্থীরা ফলাফল দেখতে পারবে। এছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও পাওয়া যাবে রেজাল্ট। সেক্ষেত্রে যেকোনো মোবাইল অপারেটরে মেসেজ অপশনে গিয়ে ইংরেজিতে টাইপ করতে হবে এসএসসি (SSC) এরপর স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিনটি অক্ষর ইংরেজি ক্যাপিটাল লেটারে টাইপ করতে হবে। এরপর স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। আরেকটি স্পেস দিয়ে লিখতে হবে ২০২০ (2020)। এরপর ম্যাসেজটি পাঠাতে হবে ১৬২২২ (16222) নম্বরে। ফিরতি এসএমএসেই পাওয়া যাবে ফলাফল।
এদিকে, করোনা পরিস্থিতির মধ্যেই এসএসসি ও সমমানের ফল প্রকাশ হওয়ায় রবিবার কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই জমায়েত না হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের অফিসগুলো বন্ধ রাখার নির্দেশনাও দেয়া হয়েছে।
গত ৩ থেকে ২৭ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী অংশ নেয়।
জোনাকি টেলিভিশন/এসএইচআর/২৯-০৫-২৯ইং
Leave a Reply