নরসিংদী প্রতিনিধি :
করোনাভাইরাস প্রতিরোধ ও রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলাজুড়ে তৎপরতা বাড়িয়েছে নরসিংদী জেলা পুলিশ। এ লক্ষে শুক্রবার জেলার বিভিন্ন থানা এলাকায় সাড়াশী অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে নরসিংদী সদর থানাধীন এলাকাসহ, মাধবদী, পলাশ, শিবপুর, মনোহরদী, রায়পুরা ও বেলাব থানাধীন বিভিন্ন স্থানে গণজমায়েত রোধ, অযথা ঘোরাঘুরি বন্ধে ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে সাড়াশী অভিযান পরিচালনা করছে জেলা পুলিশ। এছাড়া আসন্ন রমজান মাস উপলক্ষে ব্যবসায়ীগণ যাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অধিক মূল্যে বিক্রি না করে সেলক্ষ্যে ব্যবসায়ীদের সতর্ক ও নজরদারি করা হচ্ছে। পুরো রমজান মাসব্যাপী দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এছাড়া ভাইরাসের সংক্রমণ প্রশমনে সকলকে ঘরে অবস্থানের জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
Leave a Reply