রাকিব ও রাসেল নামের দুই ছাত্রলীগ নেতাকে হত্যার প্রতিবাদে এবং জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নরসিংদী জেলা শাখা ছাত্রলীগ। বুধবার(৪মার্চ) সকাল ১১ ঘটিকায় নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসানুল ইসলাম রিমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল জেলা শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে নরসিংদী সরকারী কলেজের ছাত্রলীগ চত্ত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন- নরসিংদী জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কাজী মামুন,সাবেক যুগ্ম আহবায়ক আল-আমিন ভূইয়া,নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আহসানুল ইসলাম রিমন,যুগ্ম সাধারন সম্পাদক শাহজালাল আহমেদ শাওন,নরসিংদী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল আলম একমি,সাধারন সম্পাদক রাকিব হাসান,সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম সিফাত।
প্রসঙ্গত, রবিবার রাত ৮টায় নোয়াখালী উপজেলার বেগমগঞ্জের আমানউল্লাহপুর ইউনিয়নের পলোয়ান বাজারে ছাত্রলীগের ওপর এলোপাতাড়ি গুলি চালায় শিবিরের কর্মীরা। এ ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধ হয়। আহতদের হাসপাতালে নেওয়া হলে গুরুতর অবস্থায় মৃত্যুবরণ করে ছাত্রলীগকর্মী রাকিব। অন্যদিকে খুলনা জেলার কয়রা উপজেলায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হাদীজ্জামান রাসেল। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়। দুটি ঘটনার তীব্র নিন্দা ও খুনিদের দ্রুত আইনের আওতায় আনাসহ জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক দেয় বাংলাদেশ ছাত্রলীগ।
Leave a Reply