নিজস্ব প্রতিবেদকঃ- সাংবিধানিক স্বীকৃতি ও পারিবারিক সুরক্ষা আইনের মাধ্যমে দেশব্যাপী মুক্তিযোদ্ধাদের উপর নিপীড়ন নির্যাতন বন্ধ করাসহ ৬দফা দাবিতে মুক্তিযোদ্ধোদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর শাহাবাগস্থ জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে ৭১এর রণাঙ্গণের কোম্পানী কমান্ডার বীরমুক্তিযোদ্ধা খন্দকার জহুরুল হক ডিপটির সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বাধীনতার চেতনা সংসদের মহাসচিব বীরমুক্তিযোদ্ধা মো. শহিদ উদ্দিন আহম্মেদ, বীরমুক্তিযোদ্ধা ডা. এসকে হাবিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ফারুক, বীরমুক্তিযোদ্ধা (যুদ্ধহত) মতিয়ার রহমান, বীরমুক্তিযোদ্ধা শাহাজাহান মিয়া, বীরমুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, বীরমুক্তিযোদ্ধা নূর এ-খোদা রইছ, বীরমুক্তিযোদ্ধা মহাসিন, বীরমুক্তিযোদ্ধা সুনিল, লুৎফর রহমান, মেরাজ প্রমূখ।
সমাবেশে দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী বীরমুক্তিযোদ্ধাদের সার্বিক কল্যাণ, ঘুষ, দূর্নীতি, সন্ত্রাস, জুয়া ও মাদক বিরোধী অভিযানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার আহবান জানান। এসময় বক্তারা বীরমুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল, মুক্তিযোদ্ধা কল্যাণ ব্যাংক, যোগ্যতা অনুযায়ী চাকরীর ব্যবস্থাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
Leave a Reply