ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার(১ ফেব্রুয়ারি) ৮টায় ভোট প্রদান শেষে নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী ভোটকে কেন্দ্র করে নানা শঙ্কা ও ইভিএম নিয়ে নানা বিতর্কের বিষয়ে কথা বলেন।এছাড়া নির্বাচন ঘিরে বিএপির নানা অপপ্রচার ও শঙ্কার কঠোর সমোলচনা করেন তিনি।
আজ ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এবার অনুষ্ঠিত হবে দুই সিটির ভোটগ্রহণ।
এই সময়ের মধ্যে দুই সিটির প্রায় আড়াই হাজার কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ৫৪ লাখ ভোটার ভোট দেবেন। নির্বাচন উপলক্ষে দুই সিটিতেই ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটি।
দুই সিটির মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ভোটার ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। আর দক্ষিণ সিটিতে ভোটার ২৪ লাখ ৫৩ হাজার ১৯৪।
Leave a Reply