রাজশাহী থেকে
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজশাহীতে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১ জানুয়ারী) সকালে রাজশাহী জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকীব উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালী শেষে বিএনপি কার্যালয় প্রাঙ্গণে জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রেজাউল করিম টুটুল এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় রেজাউল করিম টুটুল বলেন, রাজশাহী জেলা ছাত্রদল সরকারের বিরুধী যে কোন আন্দোলনে রাজ পথে থেকে সংগ্রাম চালিয়ে আসছে।
আলোচনা সভায় ভার্চুয়েলি যুক্ত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বি এন পির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রিয় নেতৃবৃন্দ। সভায় বাগমারা উপজেলার তাহেরপুর পৌর ছাত্র দলের আহ্বায়ক মোঃ সোহেল রানা ও তাহেরপুর কলেজ ছাত্র দলের আহ্বায়ক মোঃ আবুল বাশারসহ জেলার বিভিন্ন উপজেলা, কলেজ শাখা ছাত্রদলে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে রাজশাহী জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুন্যের অহংকার তারেক রহমানের সাথে জুম মিটিংয়ের মাধ্যমে আলোচনা ও দোয়া করে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষ করা হয়।
Leave a Reply