রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর চারঘাটে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা জাতীয় পার্টির অয়োজনে বুধবার (১৪ জুলাই) দুপুরে দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চারঘাট উপজেলা জাপা সভাপতি মোঃরমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা জাপার সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রায়হান, চারঘাট পৌর জাপার আহ্বায়ক মোঃ আব্দুল রাজ্জাক, সদস্য সচিব মোঃ ইব্রাহিম খলিল, সরদহ ইউনিয়ন জাপার সদস্য সচিব মোঃ জুলহাস উদ্দীন মিন্টু, সদস্য মোঃ আমিরুল ইসলাম ও মোঃ আলী আজমসহ প্রমুখ।
এর আগে দলীয় কার্যালয়ে উপজেলা জাপার নেতাকর্মীদের উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি জাতীয় পাটির বর্তমান চেয়ারম্যান জননেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি দীর্ঘায়ূ কামনা করা হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ জুলাই সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ৯ বছরের সফল সাবেক এই রাষ্ট্রনায়ক।
Leave a Reply