রামগড়, খাগড়াছড়ি প্রতিনিধি। খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে সীমান্ত পার হযে ভারত থেকে আসা দুুই বাংলাদেশি যুবককে আটক করেছে ৪৩ বিজিবি। আটককৃতরা হচ্ছেন বান্দরবান জেলার রুমা উপজেলার হেডম্যান পাড়া গ্রামের প্রু থোয়াই অং মারমার ছেলে ক্যাহ্লাপ্রু মারমা(২৫) ও একই গ্রামের হুথুই মারমার ছেলে অংসাখই মারমা(২২)। রবিবার সীমান্তবর্তী কাশি বাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয। বিজিবি তাদের কাছ থেকে ৮৭০ ইউএস ডলার, ১৫ হাজার ২০০ ভারতীয় রুপি, ৭টি মোবাইল ফোন সেট, ভারতীয় বিভিন্ন ইলেকট্রনিক্স ও কসমেটিকস সামগ্রী, বাংলাদেশি ৯ হাজার ৫০ টাকা ও একটি বৌদ্ধ মূর্তি উদ্ধার করে। রামগড়স্থ ৪৩ বিজিবির আওতাধীন কাশিবাড়ি বিওপির জেসিও নায়েব সুবেদার দিলিপ কুমারের নেতৃত্বে রবিবার সকালে ঐ সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর তাদেরকে আটক করা হয়। বিজিবি আটককৃতদের রামগড় থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে একটি মামলা রুজু হযেছে।
Leave a Reply