রাজশাহী (বাগমারা) থেকে
দেশের উত্তরাঞ্চলে হঠাৎ যেন ঝেকে বসেছে শীত।শীতের তিব্রতা সাথে সাথে রাজশাহীতে শীত জনিত রোগবালাইয়ে আক্রান্ত শিশুসহ নারী-পুরুষ। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দিনি দিন বৃদ্ধি পাচ্ছে শীত জনিত বিভিন্ন রোগীর সংখ্যা। তাপমাত্রা কমে যাওয়ায় ছোট-বড় সবাই নানা রোগে আক্রান্ত হচ্ছে। করোনা কালীন এ সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা।
রামেক সূত্রে জানা যায়, গত একমাসে হাসপাতালগুলোতে রোগী ভর্তির হার বেড়েছে কয়েকগুণ। কয়েকদিন ধরে শীতের প্রকাপ বাড়ায় শিশুরা খুব সহজেই ভাইরাসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। ইনফ্লুয়েঞ্জা, শ্বাসকষ্ট, ডায়রিয়ার প্রবণতা বেড়েছে আগের তুলনায়।
এবিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু ওয়ার্ডের বিভাগীয় প্রধান ডা. বেলাল উদ্দিন জানান, তুলনামূলক ভাবে গত দুই মাসের তুলনায় এই মাসে ভর্তির সংখ্যা খুব বেশি। তবে শিশু ও বৃদ্ধদের বেশি যন্ত নিতে হবে।
শীতের তীব্রতার সাথে সাথে ভীড় বাড়ছে হাসপাতালগুলোতে। সর্দি, কাশি, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। বয়স্করা ভুগছেন শ্বাসকষ্টসহ অন্যান্য রোগে। হাসপাতালের ওয়ার্ডগুলোতে এখন রোগীর গাদাগাদি।
এবিষয়ে রামেকের অধ্যক্ষ ডা. নওশাদ আলী জানান, করোনা রোগির যে ভর্তির রেজাল্ট, সেটা সারা দেশের তুলনায় রাজশাহীতে একটু বেশি। সার্বিকভাবে বললে শীতকালীন যে রোগ, সেটাও বেড়েছে। পাশা-পাশি করোনা রোগীর সংখ্যা আমাদের হাসাতালে বেড়েছে।
Leave a Reply