স্টাফ রিপোর্টার:
নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীর বালুমহলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
অভিযান চলাকালে একটি ড্রেজার জব্দ সহ রাজিব নামে একজনকে আটক করা হয়। এ সময় জব্দকৃত ড্রেজারটি পান্থশালা খেয়া ঘাটে নিয়ে আসা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম।
তিনি সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পান বালু মহলে অবৈধ চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিলো ইজারাদারের লোকজন। পরে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে গেলে খবর পেয়ে ড্রেজার মালিকরা নিরাপদ স্থানে রেখে পালিয়ে যায় লোকজন। এসময় একটি ড্রেজার জব্দ সহ একজনকে আটক করা হয়।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটকৃত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে বালু মহলের লোকজন অর্থ পরিশোধ করে আটকৃত ব্যক্তিকে মুচলেখা দিয়ে ছাড়িয়ে নেন।
Leave a Reply