রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
“অধিকার, সমতা, ক্ষমতায়ন- নারী ও কন্যার উন্নয়ন” এ প্রতিপাদ্য সামনে রেখে নরসিংদীর রায়পুরায় উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫।
এ দিবস উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম তহবিল হতে ৮জন নারীকে ঋণের চেক তুলে দেওয়া হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. ফাতেমা আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাসুদুর রহমান রুবেল।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা খান, উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদ, মোহনা টেলিভিশনের প্রতিনিধি বিনা আক্তার, নারী উদ্যোক্তা সংগঠনের সভাপতি লিলি বেগম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিনুকা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা রৌশনারা বেগম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার রেবেকা সুলতানা শম্পা প্রমূখ।
আলোচনা সভায় উপজেলা পরিষদে আগত নারীদের জন্য আলাদা ওয়াশ রুম নির্মাণ ও একটি বেস্ট ফিডিং কর্ণার স্থাপনের দাবী জানান।
আলোচনা সভা শেষে নারী উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক তুলে দেন অতিথিবৃন্দ।
Leave a Reply