রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে ক্রিকেট ফাইনাল খেলা শনিবার বিকালে উপজেলার চরাঞ্চলের বাশগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
খেলায় বালুয়াকান্দি ক্রিকেট একাদশকে ২ রানে হারিয়ে চ্যম্পিয়ন হয় চর মেঘনা ক্রিকেট একাদশ।
ঢাকা মহানগর মুক্তিয্দ্ধুা দলের সাধারণ সম্পাদক ও রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম. এন. জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা সদস্য আবুল কাশেম।
খেলার উদ্বোধন করেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সদস্য হাজী ইকবাল হোসেন শ্যামল।
খেলার পৃষ্টপোষক ছিলেন বাশগাড়ী ইউনিয়ন যুবদল নেতা মো. হারুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপির সাবেক সদস্য জামাল আহমেদ চৌধুরী, উপজেলা বিএনপি ও জেলা যুবদলের সহ-সভাপতি নাজমুল হক ভুইয়া মোহন, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুছ মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুউদ্দিন আহমেদ সামু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আক্তার হোসেন প্রমূখ।
খেলা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত শিল্পী গামছা পলাশ, হাবিব খান, দুলাল, পারভীন লিপি, বিথিয়া বিথী সহ স্থানীয় শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।
Leave a Reply