স্টাফ রিপোর্টার:
ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবীতে নরসিংদীর রায়পুরায় গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা পশ্চিম অঞ্চল শাখা।
পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে রায়পুরা উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার সংলগ্ন মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির আমীরগঞ্জ ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ফজলুল হক মোল্লা।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির সিনিয়র নায়েবে আমীর ও দেশের আলোচিত ইসলামী ব্যাক্তিত্ব মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই।
এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী ৫ (রায়পুরা) সংসদীয় আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী হাফেজ মাওলানা বদরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিন মেহের উদ্দীন, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আশরাফ হোসেন ভূইয়া, জেলা সেক্রেটারি মূসা বিন কাসিম।
আরো বক্তব্য রাখেন নরসিংদী সদর উপজেলার অন্তর্গত মহিষাসুড়া ইউনিয়নের দলটির বিজয়ী চেয়ারম্যান মুফতী কাওছার আহমাদ ভূইয়া, উপজেলা সভাপতি হাজী শামসুল হক, সেক্রেটারি হাজী আব্দুল মতিন শিপন মোল্লা, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি এইচ এমন নূরে আলম সিদ্দিকী, জেলা যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হাফেজ সাজেদুল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
ঢাকা কার্যালয়: ৩২ গোলাপ বাগ, যাত্রাবাড়ী, ঢাকা ১২০৩।
নরসিংদী কার্যালয়: খান সুপার মার্কেট, রায়পুরা পৌরসভা, নরসিংদী।
মোবাইল: 01920080106 ই-মেইল: news.jonakitv@gmail.com
Copyright © 2025 Jonakitv. All rights reserved.