নিজস্ব প্রতিবেদক:
২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করেছে নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসন।
সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সামালগীর আলম, রায়পুরা থানার ওসি তদন্ত প্রবীর কুমার ঘোষ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়া, সাবেক সভাপতি ফজলুর রহমান, জামায়েত ইসলামী রায়পুরা শাখার আমির মাওলানা জাহাঙ্গীর আলম, রায়পুরা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিন, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি হারুন অর রশিদ, নরসিংদী পল্লী বিদ্যুত সমিতি-২ এর রায়পুরার ডিজিএম, ফায়ার সার্ভিস ইনচার্জ, ছাত্র প্রতিনিধিসহ আরো অনেকেই।
এছাড়াও রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা খান, সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী হাসান রিপন, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রস্তুতিমূলক সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করেন এবং সংশ্লিষ্ট সকলকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করার আহবান জানান।
Leave a Reply