স্টাফ রিপোর্টার:
নরসিংদীর রায়পুরা উপজেলার ২৪ ইউনিয়ন ও ১ টি পৌরসভার ২২৫ টি ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারী নিয়ে সম্মেলন করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুরা উপজেলা শাখা।
শনিবার সকালে রায়পুরা অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ জামায়েত ইসলামীর এই প্রথম বড় পরিসরে সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে ২২৫ টি ওয়ার্ডের ৪৫০ জন সভাপতি-সেক্রেটারী সহ সংগঠনের বিভিন্ন শ্রণির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রায়পুরা উপজেলা শাখার আমির মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা শাখার সেক্রেটারী মাওলানা আমজাদ হোসেন।
রায়পুরা উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা ইসমাইল হোসেনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন জেলা শাখার সহকারী সেক্রেটারী অধ্যাপক মকবুল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন নরসিংদী জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান ও রায়পুরা পশ্চিম শাখার আমির মাওলানা আদিলুর রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুরা শাখার নায়েবে আমির নজরুল ইসলাম, শ্রমিক কল্যান ফেডারেশন উপজেলা শাখার সভাপতি ইদ্রিছ কাজী, রায়পুরা পশ্চিমশাখার সেক্রেটারী ডাঃ তারেক আহমেদ, রায়পুরা সদর শাখার কর্মপরিষদ সদস্য সাইদুজ্জামান, নিজাম উদ্দিন, মাওলানা খোরশেদ আলম, মোজাম্মেল সরকার প্রমূখ।
সম্মেলনে তৃনমুল থেকে জামায়াতে ইসলামীকে শক্তিশালী করার লক্ষে কাজ করার আহবান জানান এবং আগামীদিনে রাস্ট্র পরিচালনার জন্য সংগঠনকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply