নরসিংদী প্রতিনিধি:
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থাপতি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)- এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করেছে রায়পুরা উপজেলা বিএনপির অঙ্গসংগঠন।
রবিবার দুপুরে রায়পুরা সেরাজনগর হাই স্কুলের অডিটোরিয়ামে এই দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সহসভাপতি ফখরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। উপজেলা যুবদলের সদস্যসচিব নুর আহেমদ মানিকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপির সদস্য ইফতেখার আহমেদ ভুইয়া ইতু, দপ্তর সম্পাদক মো. ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল বাছেদ ভূইয়া, সদস্য আমজাদ হোসেন ভূইয়া আলতাফ, উপজেলা যুবদলের আহবায়ক আলফাজ উদ্দিন মিঠু, পৌরসভা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সোহেল, সদস্য সচিব সুমন নেওয়াজ, উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদ প্রমূখ।
তাছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান শাহিন, হুমায়ুন কবির, আলকাছ উদ্দিন সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, আমরা এমন একটি মানুষের শাহাদাত বার্ষিকী অনুষ্ঠান করছি, তিনি হলেন বাংলার গণতন্ত্র প্রতিষ্ঠার নেতা। যার জন্ম না হলে আমরা বাংলাদেশ পেতামনা। তারই সুযোগ্য উত্তোরসুরী বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে স্বপ্ন পুরণ হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শহীদ জিয়ার বেঁচে থাকবে বাংলার মানুষের হৃদয়ে।
Leave a Reply