স্টাফ রিপোর্টার, নরসিংদী:
নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির ১ম সভা উপলক্ষে শিক্ষার মান উন্নয়নে ছাত্র-শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।
৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উত্তর বাখরনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরুজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি, জেলা যুবদলের সভাপতি ও নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ।
উত্তর বাখরনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সিনিয়র সহকারী শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী মহরম, সাধারণ সম্পাদক শহিদ মিয়া প্রমূখ।
Leave a Reply