মো. মোস্তফা খান, নরসিংদী :
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নরসিংদীর রায়পুরায় ৪ হাজার দুস্থ মহিলাদের মাঝে ঈদ উপহার স্বরুপ একটি করে শাড়ি বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। প্রতি বছরের ন্যায় এবারও তিনি ব্যক্তিগত উদ্যোগে এসব শাড়ি বিতরণ করেন।
ঈদকে সামনে রেখে ২৪ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ৪ হাজার দুস্ত ও অসহায় মহিলাদের মাঝে তিনি শাড়ি বিতরণ করেন।
শাড়ি বিতরণের কালে লায়লা কানিজ লাকী বলেন, পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে কেউ যেন আনন্দ থেকে বাদ না পড়ে সে জন্যই সর্বস্তরের মহিলাদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়। এটা শুধু একটা শাড়ি নয় এর মাধ্যমে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। রায়পুরা উপজেলার প্রতিটি মানুষকে আমি আমার পরিবারের সদস্য মনে করি। তাই শুধু ঈদ নয় বিভিন্ন সময় আমি আমার ব্যক্তিগত অর্থায়নে মানুষের পাশে ছিলাম, এখনো আছি, আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ ও ইউপি সদস্যবৃন্দ।
Leave a Reply