স্টাফ রিপোর্টার:
নরসিংদীর রায়পুরা উপজেলার নদীবেষ্টিত এলাকা দূর্গমচরাঞ্চলের চানপুর ইউনিয়নে তারুণ্যের উৎসব উপদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র্যালির আয়োজন করে চানপুর ইউনিয়ন পরিষদ।
আলোচনা সভা ও র্যালিতে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ সহ এলাকার লোকজন অংশ গ্রহন করেন।
বুধবার সকালে চানপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. মোমেন সরকার।
এসময় বক্তব্য রাখেন সদাগরকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন, ইউপি সচিব মো. নুরে আলম, সহকারী শিক্ষক হাবিবুর রহমান প্রমূখ।
পরে র্যালি বের করা হয়। র্যালিটি ডিজিটাল সেন্টারের সামনে থেকে স্থানীয় বাজার ঘুরে সদাগরকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
Leave a Reply