স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ শিক্ষক সমিতি (অধ্যক্ষ মো. সেলিম ভূঞা) রায়পুরা উপজেলা আহবায়ক কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা মঙ্গলবার সকালে রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষে ইদ্রিছ আলী মুন্সীকে আহবায়ক ও জাকির হোসেনকে সদস্য সচিব মনোনীত করে ৬১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করেন নেতৃবৃন্দ।
রায়পুরা রাজ কিশোর রাধা মোহন স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক এবং রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি মো. ইদ্রিছ আলী মুন্সীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট নরসিংদী জেলা শাখার আহবায়ক বি,জি রশিদ নওশের।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি নরসিংদী জেলা শাখার আহবায়ক আবদুস সবুর, সদস্য সচিব এ কে এম বাছেদ মোল্লা ভুট্রো।
মতবিনিময় সভার সঞ্চালনা করেন চরসুবুদ্ধি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রায়পুরা পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ জাকির হোসেন।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রায়পুরা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আয়েশা পারভীন।
Leave a Reply