নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পুরা পৌরসভার উদ্যোগে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী ও শিক্ষা বৈঠক শুক্রবার সকালে পৌর এলাকার নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।
পৌর সেক্রেটারি কাজী শফিকউল্লাহ নীরুর সঞ্চালনায় এবং পৌর আমীর আব্দুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট ইউসুফ আলী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রায়পুরা সদর থানা আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, রায়পুরা উপজেলা নকশিস সভাপতি ড. অধ্যক্ষ শফিউল আজম কাঞ্চন, নরসিংদী জেলা জামায়াত অফিস সম্পাদক অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন, ঢাকার রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ শিক্ষক অধ্যাপক রফিকুল ইসলাম, রায়পুরা সদর থানা জামায়াত নায়েবে আমীর নজরুল ইসলাম, রায়পুরা সদর জামায়াত সেক্রেটারি ইসমাইল হোসেন, রায়পুরা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান পনির প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা ঈদের তাৎপর্য, সমাজ সংস্কার, শিক্ষার গুরুত্ব ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। পরে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply