নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর রায়পুরায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বিস্ফোরণে ৩ সহদর অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২০আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চর আড়ালিয়া গ্রামের মোছলেম মোল্লার বাড়ীতে এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন- চর আড়ালিয়া গ্রামের মৃত শেখ ফরিদ মোল্লার ৩ ছেলে মোস্তাফা মোল্লা (৬৫), দুলাল মোল্লা (৫৫) ও আনোয়ার মোল্লা (৩৫)। তাদের মোস্তফা মোল্লাকে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অন্য দুই অগ্নিদগ্ধ ভাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
অগ্নিদগ্ধ ৩ সহদরের অপর ভাই সাবেক ইউপি সদস্য মোছলেম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিলি জানায়, রান্নার গ্যাস ফুরিয়ে গেলে বাজার থেকে আরেকটি নতুন সিলিন্ডার নিয়ে আসা হয়। পরে খালি সিলিন্ডার খুলে তাতে নতুনটা লাগানো হয়ে গেলে চুলোয় আগুন দিতেই হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে দ্রুত আগুন ছড়িয়ে পরে পুরো ঘরে। তখন ঘরে থাকা পরিবারের সদস্যরা নিরাপদে বাহিরে বেড়িয়ে আসে। এসময় আগুন নেভাতে আসলে আগুনের একটি ফুলকি এসে তার বড় ভাই মোস্তফা মোল্লার শরীরের লাগে এবং আগুন ধরে তার বাম পাশ আগুনে জ্বলসে যায়। এ অবস্থায় তিনি শরীরের আগুন নেভাতে ছুটাছুটি করতে থাকলে একপর্যায়ে পড়ে গিয়ে বাম হাত ভেঙ্গে যায়। এদিকে বড় ভাই অগ্নিদগ্ধের ঘটনা দেখে তাকে বাঁচাতে এসে অপর দুই ভাই আনোয়ার ও দুলালও অগ্নিদগ্ধ হয়।
এদিকে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়লে আগুনের লেলিহান শিখা ধাও ধাও করে জ্বলতে থাকে। মোছলেম মোল্লার বাড়ির লোকজন এলাকাবাসীর সহযোগিতা প্রায় ঘন্টা দেড়েক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায়।
মোছলেম মোল্লা জানান,আগুনে চৌচালা ঘরটিসহ দামি আসবাবপত্র, স্বর্ণালংকার ও নগদ অর্থসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
Leave a Reply